Tigers from Bangladesh

গত কয়েক বছর ধরেই বিভিন্ন জাতীয় ও অন্যান্য উদযাপনের দিবসে আমি কিছু গ্রাফিক চিত্রকর্ম (ওয়ালপেপার/কভার) বানাই; এবারও স্বাধীনতা দিবসে লাল-সবুজ এই কাজটি আমার নিবেদন ।

লাল সবুজে রাঙা বাংলার বাঘ বাঙালির বজ্রকঠোর সাহসেরই রূপক; এটি যেমন যোদ্ধাদের বীরত্বের একটি প্রতিমূর্তি, তেমনি এটি সবসময়ের বাংলাদেশিদের চিরতরুণ দুর্বার প্রচেষ্টা ও আত্মগরিমারও প্রকাশ । আমরা বাঘের মত নির্ভীক, প্রত্যয়ে অটল হয়ে স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে উদগ্রীব ।

প্রতিবছরই দেখা যায়, আমার কাজে সূর্যের একটা ভালো প্রভাব থাকে; আরও থিম নিয়ে কাজ করতে চাচ্ছিলাম; একই সাথে সমকালীন ক্রিকেটীয়
আমেজে বাঘটা বেশ কড়াভাবেই মাথায় কাজ করছিল ।

তাই এবার বাংলাদেশের লাল সবুজ ঠিকরে বের হচ্ছে বাংলার রাজসিক বাঘ হয়ে ।